রাজনীতির কবি।

Spread the love

Poet of Politics
বাঙালির সুদীর্ঘ সংগ্রামের ইতিহাসে বঙ্গবন্ধু ছিলেন রাজনীতির কবি।সুণিপুন শব্দের কারিগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ ই মার্চ সাড়ে সাত কোটি বাঙালিকে শুনিয়েছেন তার অমর কবিতাখানি। শব্দের সাথে শব্দ প্রেমের যোগসুত্র তৈরি করে বঙ্গবন্ধু শোনালেন মুক্তির বাণী।
১৯৭১ সালের ৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন Newsweek – এর সাংবাদিক লোবেন জেঙ্কিস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ রাজনীতির কবি’ (poet of Politics) বলে আখ্যায়িত করেন। বাঙালির মুক্তির মূলমন্ত্রে উজ্জীবিত স্বাধীনতার মহানায়ক হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব।
বাঙালির তুলনায় মুজিব লম্বা ( উচ্চতায় ৫ ফুট, ১১ ইঞ্চি, মুজিব বিচক্ষণ ও দূরদর্শী রাজনীতিবীদ। মাত্র ১৬ বছর বয়স থেকেই রাজনীতির সাথে যুক্ত হোন শেখ মুজিব। দীর্ঘ ২৩ বছরের আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে মুজিব হয়ে উঠলেন বাঙালির বঙ্গবন্ধু।
১৯৭১ সালের ৭ ই মার্চ রেসকোর্স ময়দানে দেওয়া বঙ্গবন্ধুর ভাষণকে ইউনেস্কোর ‘ ডকুমেন্টারি হ্যারিটেজ ‘ ( বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। পৃথিবীর ১২ টি ভাষায় বঙ্গবন্ধুর ভাষণের অনুবাদ করা হয়েছে।
বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণকে স্বাধীনতা যুদ্ধের মুল দলিল বলেছেন সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা।
বঙ্গবন্ধুর ৭ ই মার্চ ভাষণের একটি উল্লেখযোগ্য বাক্য ছিলো, ‘ দাবায়ে রাখতে পারবা না।’
এজন্যই হয়তো কিউবার ফিদেল কাস্ত্রো বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, ‘ ৭ মার্চের শেখ মুজিবুর রহমানের ভাষণ শুধুমাত্র ভাষণ নয়, এটি একটি অনন্য রণকৌশলের দলিল।’
বঙ্গবন্ধু সেদিন আরও বলেছিলেন, ‘ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।
রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইন – শাহ – আল্লাহ।
এরপর ‘ জয় বাংলা ‘ বলে বঙ্গবন্ধু তার ভাষণ শেষ করেছেন।
বঙ্গবন্ধুর দীর্ঘ ১৯ মিনিটের এই ভাষণ আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর ও গোছালো রাজনৈতিক মহাকাব্যের অমর কালজয়ী মুক্তির কবিতা।তার একটা তর্জনীতে মুক্তির মন্ত্রে জেগে উঠেছিল ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশ।
Poet of Politics
৫ ই এপ্রিল ১৯৭১ , যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন নিউজ উইক – এর সাংবাদিক লোবেন জেঙ্কিস তার প্রতিবেদনে বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ (Poet of Politics) বলে আখ্যায়িত করেছিলেন। বঙ্গবন্ধু রাজনীতিকে শব্দের প্রেমে গেঁথে ছিলেন।৭ ই মার্চের তার ভাষণটি ছিল সুণিপুন কবির ছন্দময়ী কবিতা। রাজনৈতিক মহাকাব্যের কবি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


Spread the love

Leave a Comment